ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৬ নভেম্বর ঢাকায় ফিরছেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
২৬ নভেম্বর ঢাকায় ফিরছেন বেবী নাজনীন সঙ্গীত তারকা বেবী নাজনীন

আমেরিকা, কানাডা এবং মধ্যপ্রাচ্যে কয়েক মাসের সফর শেষে ২৬ নভেম্বর ঢাকায় ফিরছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অ্যামিরাটসের একটি ফ্লাইটে আমেরিকা থেকে দেশে আসছেন তিনি।

প্রবাসী বাংলাদেশি সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাসে বেবী নাজনীন একাধিকবার আমেরিকা, কানাডা এবং দুবাই সফর করেন।

বেবী নাজনীনের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ফিরেই ২৯ নভেম্বর বেবী নাজনীন প্রথম কনসার্টটি করবেন অল কমিউনিটি ক্লাবে (এসিসিএল)। ডিসেম্বরে উত্তরবঙ্গের কয়েকটি জেলা শহরের বিশেষ কিছু অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে বেবী নাজনীনের। এ সব অনুষ্ঠানে অংশগ্রহণের ফাঁকে অসমাপ্ত নতুন অ্যালবামের কাজ শুরু করবেন তিনি। সঙ্গীতার প্রযোজনায় এটি হবে তার ৫১তম একক অ্যালবাম। এছাড়া সাউন্ডটেক থেকে তার সিঙ্গেল ট্র্যাক আসছে নতুন বছরেই। বেবী নাজনীন জি-সিরিজের ব্যানারেও একটি একক অ্যালবামে গাইবেন বলে জানা গেছে। জানুয়ারির শেষ সপ্তাহে বেবী নাজনীন অস্ট্রেলিয়া এবং দুবাইয়ের দু’টি অনুষ্ঠানে পারফর্ম করতে যাবেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।