ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাউল বাড়িতেই চিরশায়িত বারী সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বাউল বাড়িতেই চিরশায়িত বারী সিদ্দিকী নিজ বাড়িতে বারী সিদ্দিকীর দাফন সম্পন্ন

নেত্রকোনা: শিল্পী বারী সিদ্দিকীর শেষ ইচ্ছা পূরণ করতেই নেত্রকোনা সদরের কারলি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষবারের মতো জানাজা শেষে রাত পৌনে ৭টার দিকে দাফন সম্পন্ন হয়।

জানাজা ও দাফন কাজে পরিবার আত্মীয়-স্বজনসহ উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বারীর সংগীত ভক্ত অনুরাগীরা।

এর আগে বিকেলে সাড়ে ৪টায় শহরের সাতপাই এলাকার সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।