ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০১৮ সালের ৮ মে শুরু হবে ৭১তম কান উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
২০১৮ সালের ৮ মে শুরু হবে ৭১তম কান উৎসব ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৮ মে শুরু হবে এ আয়োজনের ৭১তম আসর।

উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুকে এ তথ্য জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন উৎসবের প্রেসিডেন্ট পিয়েরে লেসকিউ ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো।

এবারও ১২ দিনব্যাপী থাকবে কান উৎসবের জৌলুস। ২০১৮ সালের ১৯ মে এর পর্দা নামবে।

এবারের উৎসবেও থাকবে নতুন নতুন চলচ্চিত্রের প্রদর্শনী, লালগালিচায় সুন্দরীদের পদচারণা, সেমিনার, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।