ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন জহির-সাগরিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিয়ে করলেন জহির-সাগরিকা জহির খান ও সাগরিকা ঘাটগে (ছবি: সংগৃহীত)

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম, ভালোবাসা, বিয়ে নতুন কিছু নয়। হরভজন সিং-গীতা বাসরা ও যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতির পর এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে ও ক্রিকেটার জহির খান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রেজিষ্ট্রি বিয়ে করেছেন তারা। এসময় সাগরিকার পরনে ছিলো লাল রঙা শাড়ি, গলায় হার, কানে দুল, হাতে চুড়ি ও কপালে কালো রঙা টিপ।

বিয়ের জন্য জহির বেছে নিয়েছিলেন মিষ্টি রঙা পাঞ্জাবি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরেছে সাগরিকা-জহিরের বিয়ের দুটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

জানা গেছে- আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজ মহল প্যালেস ও টাওয়ারে অনুষ্ঠিত হবে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।

বাংলাদেশ সময়: ১৩২১ নভেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।