ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাপসের সুরে গাইবেন ব্রাভো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
তাপসের সুরে গাইবেন ব্রাভো কৌশিক হোসেন তাপস ও ডোয়াইন ব্রাভো (ছবি: সংগৃহীত)

‘চ্যাম্পিয়ন’ শিরোনামের গান গেয়ে সংগীত জগতে পা রেখেছেন ডোয়াইন ব্রাভো। এমনকি হিন্দি গানেও কণ্ঠ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জনপ্রিয় এই খেলোয়াড়।

চমকপ্রদ তথ্য হলো- এবার বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সুরে কণ্ঠ দেবেন ব্রাভো। খুব শিগগিরই ভিডিও আকারে প্রকাশিত হবে ‘ভালোবাসি’ শিরোনামের এই গান।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে গানের তথ্য ও ছবি প্রকাশ করেছেন ব্রাভো।

ডোয়াইন ব্রাভো ও  কৌশিক হোসেন তাপস (ছবি: সংগৃহীত)বিষয়টি নিশ্চিত করে তাপস জানান, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সংটির মাধ্যমে আমার গান সম্পর্কে জানতে পারেন ব্রাভো। এছাড়া আমার আরও কিছু গান শুনেছেন তিনি। এরপর তার জন্য একটি গান বানাতে বলেন। গানটি নিয়ে আলোচনা করতে তিনি আমাদের স্টুডিওতে আসেন। আশা করি আন্তর্জাতিক মানের একটি কাজ উপহার দিতে পারবো। ’

তাপস আরও জানান, বাংলা ও ইংরেজি মিলিয়ে তৈরি করা হচ্ছে গানটি। প্রধান দুটি লাইন হবে বাংলায় এবং বাকিগুলো ইংরেজিতে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।