ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নওগাঁয় তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
নওগাঁয় তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: ‌বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) আয়োজনে নওগাঁয় তিন দিনব্যাপী চতুর্দশ মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুক্তির মোড়ে এ উৎসবের উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএমএ ছালেক।

এর আগে বিকেলে শহরের মুক্তির মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন- কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, মানাপ নওগাঁ শাখার উপদেষ্টা গুরুদাস দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

উৎসবের প্রথম দিনে ত্রিতাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য পরিবেশিত হয়। পরে একে একে নাটক পরিবেশন করে মানাপ নওগাঁ পৌরসভা নাট্যদল, চৌপাশ নাট্যদল, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ের নাট্যদল ও শৈলগাছী ইউনিয়ন নাট্যদল। নাট্য উৎসব চলেবে আগামী ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।