ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়েকে নিয়ে নাগরদোলায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মেয়েকে নিয়ে নাগরদোলায় ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে নাগরদোলায় দোল খাচ্ছেন ঐশ্বরিয়া

গত ১৬ নভেম্বর ছিলো অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির মেয়ে আরাধ্য বচ্চনের ষষ্ঠ জন্মদিন। এ উপলক্ষ্যে প্রতীক্ষায় (অমিতাভ বচ্চনের পুরাতন বাংলো) এক থিম পার্টির আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা ও তাদের সন্তানরা।

পার্টিতে উপস্থিত তারকা সন্তানদের আনন্দের জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছিলো নাগরদোলার ও হাওয়াই মিঠাইয়ের।

আরাধ্যর জন্মদিনে উপস্থিত তারকা ও তাদের সন্তানেরাআর সেখানেই মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে নাগরদোলায় দোল খেয়েছেন অ্যাশ।

সেই মুহূর্তে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুশি’।

আবরাম খানকে নিয়ে হাওয়াই মিঠাই কিনছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খানশুধু ঐশ্বরিয়া নয়, ছেলে আরবাম খানকে নিয়ে নাগরদোলার মজা নিয়েছেন শাহরুখ খান নিজেও। ঘুরে বেড়িয়েছেন হাওয়াই মিঠাইয়ের দোকানেও। যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

আরাধ্যর জন্মদিনের কিছু মুহূর্তরাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার সহশিল্পী অনিল কাপুর ও রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।