ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীলঙ্কায় দেখানো হবে বাংলাদেশের তিন ছবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
শ্রীলঙ্কায় দেখানো হবে বাংলাদেশের তিন ছবি বাংলাদেশের তিন ছবির পোস্টার

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী ২১ থেকে ২৫ নভেম্বর এই উৎসব চলবে।  

উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র: 
‘অজ্ঞাতনামা’, 
‘অনিল বাগচীর একদিন’ এবং 
‘প্রেমী ও প্রেমী’।

দেশটির জাতীয় চলচ্চিত্র করপোরেশন সিনেমা হলে ছবিগুলো প্রদর্শিত হবে। ২২ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ এবং বিকেল ৩টা ১৫ মিনিটে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ প্রদর্শিত হবে।  

শেষদিন (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’।  

এবারের উৎসবে সার্কভুক্ত দেশগুলোর ২৪টি চলচ্চিত্র দেখানো হবে।

অজ্ঞাতনামা


অনিল বাগচীর একদিন​


প্রেমী ও প্রেমী​
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।