ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগামী বছর থেকে শুরু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আগামী বছর থেকে শুরু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ টাইগার শ্রফ। ফাইল ফটো

২০১২ সালে মুক্তি পেয়েছিলো করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব ইয়ার’। এতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই তিনজনকে। এমনকি বক্স অফিসেও শত কোটি রুপির ব্যবসা করেছিলো সিনেমাটি।

কিছুদিন আগে দ্বিতীয় কিস্তি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। নতুন এই কিস্তিতে প্রধান চরিত্রে দেখা যাবে ‘হিরোপান্তি’খ্যাত তারকা টাইগার শ্রফকে।

এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন প্রেমিকা দিশা পাতানি।

তবে কবে থেকে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণ এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিলো জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেছে- আগামী বছর থেকে শুরু হবে এর দৃশ্যধারণের কাজ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররকে এমনটাই তথ্য দিয়েছেন টাইগার।

‘বাঘি’ ছবির সিক্যুয়েল ‘বাঘি টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন টাইগার। এছাড়া হৃতিক রোশনের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে সে সিনেমার নাম এখনও ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।