ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরাধ্যকে বচ্চন পরিবারের ‘সৌভাগ্য’ বললেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরাধ্যকে বচ্চন পরিবারের ‘সৌভাগ্য’ বললেন অমিতাভ পরিবারের সবার মধ্যমণি আরাধ্য। ছবি: সংগৃহীত

২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ঘর আলোকিত করে এসেছিলো প্রথম সন্তান আরাধ্য। দেখতে দেখতে ছয়টি বছর পার করে দিলো সেই ছোট্ট শিশুটি। বৃহস্পতিবার মেয়ের জন্মদিন উপলক্ষে বচ্চন পরিবারের পুরনো বাংলা ‘প্রতীক্ষা’য় এক জঁমকালো পার্টির আয়োজন করছেন তারকা দম্পতি।

বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকা ও তাদের সন্তানদের। এছাড়া আরাধ্যর কয়েকজন বন্ধুও উপস্থিত থাকবে সেখানে।

 অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যমণি আরাধ্যর বয়স এখন ৬ বছরএদিকে, নাতনির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমাদের ছোট্ট সোনামণির জন্মদিন। সে আমাদের বাড়িতে ও বচ্চন পরিবারের জন্য পরম সৌভাগ্য বয়ে এনেছে। তার ষষ্ঠ জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। ও আমাদের বোঝায় যে, বেশ বড় হয়ে গেছে! বয়সটা যদিও ৬ বছর। কিন্তু আমাদের অনেকের কাছে সে ৬০ বছরের বুড়ি! হাহাহাহা!!!’ 

বিগ বি ব্লগে আরও লেখেন, ‘আরাধ্য আমাদের সারাবাড়িতে সুখের হাওয়া বইয়ে দিয়েছে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে কখনও কখনও পরিণতদের চেয়েও পাকা মনে হয় তাকে। আরাধ্যকে যারা আমাদের দিয়েছে, তাদের প্রতি ভালোবাসা রইলো। ’

মেয়ে আরাধ্য যেন ঐশ্বরিয়ার জীবনকে পূর্ণতা দিয়েছে
বচ্চন পরিবারের এক ভক্ত শুভেচ্ছা হিসেবে ‘আরাধ্য’র ছবি এঁকে পাঠিয়েছেন। ওই ভক্তকে এজন্য শুভেচ্ছা জানিয়ে বলিউডের এই কিংবদন্তি অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিপুণভাবে এই শুভেচ্ছা সাজানো হয়েছে। তার গুণের প্রশংসা করতেই হয়। এই ভক্তের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। ’

শুধু চিঠি নয়, আরাধ্য’র বেশ কয়েকটি স্থিরচিত্রও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন ‘বিগ বি’।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।