ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরাধ্য’র জন্ম দিন নিয়ে ব্যস্ত ‌ঐশ্বরিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরাধ্য’র জন্ম দিন নিয়ে ব্যস্ত ‌ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যকে নিয়ে এক সামাজিক অনুষ্ঠানে ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত

মেয়ে আরাধ্য’র জন্মদিন বেশ ঘটা করে পালনের প্রস্তুতি নিচ্ছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ১৬ নভেম্বর জন্মদিনের অনুষ্ঠানে তাই বিশেষ থিম পার্টি আয়োজন করছেন তিনি। সেই পার্টিতে তিনি দাওয়াত দিয়েছেন আর সব বলিউড স্টারদের শিশু-সন্তানকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় বেশ উল্লসিত দেখা যায় ঐশ্বরিয়াকে।

নিজের মেয়ে সম্পর্কে তিনি বলেন, আরাধ্য আর আমার মধ্যে ‍‌আত্মার সম্পর্ক।

আমার দিন শুরু হয় তাকে নিয়ে, শেষও হয় তার সঙ্গে। তাকে কেন্দ্র করেই পুরো দিন, সব কিছু আবর্তিত হয় আমার। ভেবে অবাক হই, তার জন্মের আগে আমি কি জীবন কাটিয়েছি। কোনো মা-ই কেবল আমার এই আকুতিটা বুঝবে। আরাধ্য’র জন্মের পর আমার পৃথিবীটাই পাল্টে গেছে। সব কিছু হয়তো ঠিকই আছে, কিন্তু সে আমার পৃথিবী দেখার চোখটাই পালটে দিয়েছে। আমার পৃথিবীতে এখন আরাধ্যই আমাকে জড়িয়ে আছে সব খানে। আর কোনো কিছু তার মতো জরুরি নয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।