ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনমের বাগদান অচিরেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সোনমের বাগদান অচিরেই আনন্দ আহুজা ও সোনম কাপুর (ছবি: সংগৃহীত)

দিল্লির ছেলে আনন্দ আহুজার সঙ্গে কিছুদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে সোনম কাপুরের। প্রায় সময়ই বিভিন্ন দেশ, পারিবারিক অনুষ্ঠান, পার্টি ও উৎসবে ঘুরে বেড়াতে দেখা যায় এই জুটিকে। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি সোনম বা আনন্দ।

শোনা যাচ্ছে, অচিরেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। আর সেটি হবে বাগদানের মধ্য দিয়ে।

২০১৮ সালের মার্চ-এপ্রিলেই হতে পারে আংটি বদল।

জানা যায়, ‘বীরে ডি ওয়েডিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম কাপুর। এতে তার সহশিল্পী কারিনা কাপুর খান ও সারা ভাস্কর। ২০১৮ সালের জুনে মুক্তি পাবে ছবিটি।  

এদিকে সোনমের মা সুনিতা কাপুর আনন্দকে জামাই হিসেবে দারুণ পছন্দ করেছেন। তার ইচ্ছে ছিলো, এ বছরই মেয়ের বাগদান সম্পন্ন হোক। কিন্তু সোনমের হাতে ছবির কাজ থাকায় সেটি হয়নি। এ ছাড়া আনন্দকে সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরও খুব পছন্দ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।