ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইমনের সঙ্গে শ্রাবণ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ইমনের সঙ্গে শ্রাবণ্য ইমন ও শ্রাবণ্য তৌহিদা

প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়ক ইমন ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। একটি ওয়াশিং মেশিনের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদেরকে। এখানে দু’জনের চরিত্র অভিজাত এক দম্পতির।

প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়ক ইমন ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। একটি ওয়াশিং মেশিনের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদেরকে।

এখানে দু’জনের চরিত্র অভিজাত এক দম্পতির।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে ঢাকার তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর চিত্রায়ন চলছে। রোববারও কাজ হবে। এটি নির্মাণ করছেন পূজা রোজারিও।

রোববারও শ্রাবণ্যকে নিয়ে কাজ হবে। তবে ইমনের অংশের দৃশ্যায়ন শনিবারেই শেষ করা হচ্ছে। শিগগিরই টিভিতে প্রচারে আসবে এটি।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে শ্রাবণ্য বাংলানিউজকে শনিবার বিকেলে বললেন, ‘টিভি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করি। এরকম একটি আয়োজনে ইমন ভাই অংশ নিয়েছিলেন। তবে তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা এটাই প্রথম। ’

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।