ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা লা লা ল্যান্ড

যে ছবি নিয়ে এখন হলিউডে উন্মাদনা, সেই ‘লা লা ল্যান্ড’ই ৭৪তম বার্ষিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় আধিপত্য বিস্তার করলো। সর্বাধিক সাতটি মনোনয়ন পেয়েছে সংগীতনির্ভর প্রেমের ছবিটি।

যে ছবি নিয়ে এখন হলিউডে উন্মাদনা, সেই ‘লা লা ল্যান্ড’ই ৭৪তম বার্ষিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় আধিপত্য বিস্তার করলো। সর্বাধিক সাতটি মনোনয়ন পেয়েছে সংগীতনির্ভর প্রেমের ছবিটি।

দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি বিভাগে মনোনীত হয়েছে ‘মুনলাইট’। পাঁচটি মনোনয়ন এসেছে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র ঘরে। চারটি করে মনোনয়ন পেয়েছে ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’ ও ‘লায়ন’।

সোমবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে মনোনয়ন তালিকা পড়ে শোনান হলিউড অভিনেতা ডন শিডল এবং দুই প্রজন্মের দুই অভিনেত্রী লরা ডার্ন ও আনা কেন্ড্রিক। আগামী ৮ জানুয়ারি (বাংলাদেশ সময় ৯ জানুয়ারি সকাল) জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।

৭৪তম গোল্ডেন গ্লোবসের মনোনয়ন তালিকা
সেরা অভিনেতা (ড্রামা): ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), জোয়েল এডগারটন (লাভিং), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক), ডেনজেল ওয়াশিংটন (ফেনসেস)।

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): কলিন ফেরেল (দ্য লবস্টার), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), হিউ গ্র্যান্ট (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স), জোনাহ হিল (ওয়ার ডগস), রায়ান রিনোল্ডস (ডেডপুল)।

সেরা অভিনেত্রী (ড্রামা): অ্যামি অ্যাডামস (অ্যারাইভাল), জেসিকা চ্যাস্টেইন (মিস স্লোয়েন), ইসাবেল হাপার্ট (এল), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি)।

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): অ্যানেট বেনিং (টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন), লিলি কলিনস (রুলস ডোন্ট অ্যাপ্লাই), হেইলি স্টেইনফেল্ড (দ্য এজ অব সেভেনটিন), এমা স্টোন (লা লা ল্যান্ড), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)।

সেরা সহঅভিনেতা: মেহেরশালা আলি (মুনলাইট), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), সিমন হেলবার্গ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স), দেব প্যাটেল (লায়ন), অ্যারন জনসন (নকটার্নাল অ্যানিমেলস)।

সেরা সহঅভিনেত্রী: ভিওলা ডেভিস (ফেনসেস), নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেন্সার (হিডেন ফিগারস), মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)।

সেরা পরিচালক: ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), টম ফোর্ড (নকটার্নাল অ্যানিমেলস), মেল গিবসন (হ্যাকসো রিজ), ব্যারি জেনকিন্স (মুনলাইট), কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি)।

সেরা ছবি (ড্রামা): হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি, মুনলাইট।

সেরা ছবি (কমেডি/মিউজিক্যাল): টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন, ডেডপুল, ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স, লা লা ল্যান্ড, সিং স্ট্রিট।

সেরা চিত্রনাট্য: ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), টম ফোর্ড (নকটার্নাল অ্যানিমেলস), ব্যারি জেনকিন্স (মুনলাইট), কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি), টেলর শেরিড্যান (হেল অর হাই ওয়াটার)।

সেরা অ্যানিমেটেড ছবি: কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস, মোয়ানা, মাই লাইফ অ্যাজ অ্যা জুচ্চিনি, সিং, জুটোপিয়া।

সেরা বিদেশি ভাষার ছবি: ডিভাইনস, এল, নেরুদা, দ্য সেলসম্যান, টনি আর্ডম্যান।

সেরা মৌলিক সুর: হ্যান্স জিমার, ফ্যারেল উইলিয়ামস, বেঞ্জামিং ওয়ালফিশ (হিডেন ফিগারস), ডাস্টিন ও’হলোরেন, হাউশকা (লায়ন), জোহান জোহানসন (অ্যারাইভাল), জাস্টিন হারউইৎজ (লা লা ল্যান্ড), নিকোলাস ব্রিটেল (মুনলাইট)।

সেরা মৌলিক গান: কান্ট স্টপ দ্য ফিলিং (ট্রলস), সিটি অব স্টারস (লা লা ল্যান্ড), ফেইথ (সিং), গোল্ড (গোল্ড), হাউ ফার আই’ল গো (মোয়ানা)।

টিভি বিভাগ
টেলিভিশনে সর্বাধিক পাঁচটি মনোনয়ন পেয়েছে মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র ‘দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’। চারটি বিভাগে মনোনীত হয়েছে আরেক মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র ‘দ্য নাইট ম্যানেজার’।

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): দ্য ক্রাউন, গেম অব থ্রোনস, স্ট্রেঞ্জার থিংস, দিস ইজ আস, ওয়েস্ট ওয়ার্ল্ড।

সেরা টেলিভিশন সিরিজ (কমেডি/মিউজিক্যাল): আটলান্টা, ব্ল্যাক-ইশ, মোৎসার্ট ইন দ্য জঙ্গল, ট্রান্সপারেন্ট, ভিপ।

সেরা মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র: আমেরিকান ক্রাইম, দ্য ড্রেসার, দ্য নাইট ম্যানেজার, দ্য নাইট অব, দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি।

সেরা অভিনেতা (ড্রামা): রামি মালেক (মিস্টার রোবট), বব ওডেনকার্ক (বেটার কল সাউল), ম্যাথু রাইস (দ্য আমেরিকানস), লিভ শ্রেইবার (রে ডনোভান), বিলি বব থর্নটন (গোলিয়াথ)।

সেরা অভিনেত্রী (ড্রামা): কেইটরিওনা ব্যালফি (আউটল্যান্ডার), ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন), কেরি রাসেল (দ্য আমেরিকানস), উইনোনা রাইডার (স্ট্রেঞ্জার থিংস), ইভান র‌্যাচেল উড (ওয়েস্ট ওয়ার্ল্ড)।

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): অ্যান্থনি অ্যান্ডারসন (ব্ল্যাক-ইশ), গায়েল গার্সিয়া বার্নাল (মোৎসার্ট ইন দ্য জঙ্গল), ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), নিক নল্টে (গ্রেভস), জেফ্রি টেম্বর (ট্রান্সপারেন্ট)।

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): র‌্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড), জুলিয়া লুইস-ড্রেফাস (ভিপ), সারাহ জেসিকা পার্কার (ডিভোর্স), ইসা রেই (ইনসিকিউর), জিনা রড্রিগুয়েজ (জেন দ্য ভার্জিন), ট্রেসি ইলিস রস (ব্ল্যাক-ইশ)।

সেরা অভিনেতা (মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র): রিজ আহমেদ (দ্য নাইট অব), ব্রায়ান ক্র্যানস্টন (অল দ্য ওয়ে), টম হিডেলস্টন (দ্য নাইট ম্যানেজার), জন টারটারো (দ্য নাইট অব), কুর্টনি বি ভেঞ্চ (দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি)।

সেরা অভিনেত্রী (মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র): ফেলিসিটি হাফম্যান (আমেরিকান ক্রাইম), রিলি কিয়াফ (দ্য গার্লফ্রেন্ড এক্সপেরিয়েন্স), সারা পলসন (দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি), চার্লোট র‌্যাম্পলিং (লন্ডন স্পাই), কেরি ওয়াশিংটন (কনফার্মেশন)।

সেরা সহঅভিনেতা (মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র): স্টার্লিং কে ব্রাউন (দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি), হিউ লরি (দ্য নাইট ম্যানেজার), জন লিথগো (দ্য ক্রাউন), ক্রিশ্চিয়ান স্লেটার (মিস্টার রোবট), জন ট্রাভোল্টা (দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি)।

সেরা সহঅভিনেত্রী (মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনিচিত্র): অলিভিয়া কোলম্যান (দ্য নাইট ম্যানেজার), লিনা হিডি (গেম অব থ্রোনস), ক্রিসি মেৎজ (দিস ইজ আস), ম্যান্ডি ‍মুর (দিস ইজ আস), থ্যান্ডি নিউটন (ওয়েস্ট ওয়ার্ল্ড)।

* দেখুন ‘লা লা ল্যান্ড’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।