ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পুরস্কার জিতলো ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পুরস্কার জিতলো ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ পুরস্কার নিচ্ছেন তাসমিয়াহ আফরিন মৌ

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্টস পুরস্কার জিতলো বাংলাদেশের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্টস পুরস্কার জিতলো বাংলাদেশের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী আয়োজনে ছবিটির পরিচালক তাসমিয়াহ আফরিন মৌর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় মঞ্চে ছিলেন উৎসবের চেয়ারম্যান নাসিরউদ্দীন ইউসুফ।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ফিকশন), ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) এবং নেটপ্যাক (নেটওয়ার্ক ফর এশিয়ান সিনেমা) পুরস্কারও দেওয়া হয়। বিজয়ীরা পেয়েছেন আর্থিক সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

উৎসবে তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্টস বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন জাহিদুর রহিম অঞ্জন (চেয়ারম্যান), ড. সাজেদুল আউয়াল ও শবনম ফেরদৌসি। তাদের দৃষ্টিতে সেরা হলো ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।

এক সদ্য বিধবা নারীর অনুভূতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে ছবিটির গল্প। যেখানে কবি স্বামীর মৃত্যুর পরও তার মধ্যে কোনো বেদনাবোধ তৈরি হয় না। ছবিটিতে বিধবা চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। আর কবি স্বামীর ভূমিকায় আছেন আলী আহসান।

পরিচালক হিসেবে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ তাসমিয়াহ আফরিন মৌর প্রথম স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র। তিনি এর আগে টেলিভিশনের জন্য বেশকিছু প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে ‘টোকাই ২০১২’ চীনের গুয়াংজু  ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে ২০১৪ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার পায়।

‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ফ্রান্সের ৩৪তম ত্যুস ক্যুর চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে। খনা টকিজের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির পরিচালক রুবাইয়াত হোসেন।

আরও পড়ুন>>>
* ১০৯ দেশের ৫৫০ ছবি নিয়ে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
* ফ্রান্সে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।