ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুইফট ও জাইনের চমক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সুইফট ও জাইনের চমক জাইন ম্যালিক ও টেলর সুইফট

‘ফিফটি শেডস ডার্কার’ ছবির জন্য একটি দ্বৈত গান গেয়ে ভক্তদের চমকে দিলেন মার্কিন পপতারকা টেলর সুইফট ও ওয়ান ডিরেকশন ব্যান্ডের প্রাক্তন সদস্য ব্রিটিশ গায়ক জাইন ম্যালিক। এর শিরোনাম ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’।

‘ফিফটি শেডস ডার্কার’ ছবির জন্য একটি দ্বৈত গান গেয়ে ভক্তদের চমকে দিলেন মার্কিন পপতারকা টেলর সুইফট ও ওয়ান ডিরেকশন ব্যান্ডের প্রাক্তন সদস্য ব্রিটিশ গায়ক জাইন ম্যালিক। এর শিরোনাম ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’।

বিশ্বসংগীতে সাড়াজাগানো ২০১৪ সালে প্রকাশিত ‘১৯৮৯’ (পড়ুন নাইনটিন এইটি নাইন) অ্যালবামটির পর এটাই সুইফটের নতুন গান। এটি প্রকাশের খবর টুইটারে নিজের আট কোটি ২০ লাখ ফলোয়ারকে জানিয়েছেন তিনিই।

টুইটারে রহস্যপূর্ণ মন্তব্যে সুইফট লিখেছেন, ‘জেড টি ফিফটি। ’ তার এই ঘোষণা এক ঘণ্টার মধ্যে প্রায় পনেরো হাজার বার রিটুইট হয়েছে।
ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী এই গায়িকার পোস্টে গানটির কিছু অংশও রয়েছে। এটি দেখা হয়েছে ২০ লাখ বারেরও বেশি।

গানটি যৌথভাবে তৈরি করেছেন অ্যান্টোনফ, সুইফ ও স্যাম ডিউ। আইটিউন্স ও অ্যাপল মিউজিকে পোস্ট করা সিঙ্গেলটি এখন অন্য স্ট্রিমিং ও ডাউনলোড সার্ভিসেও পাওয়া যাচ্ছে।

‘ফিফটি শেডস ডার্কার’ হলো ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির সিক্যুয়েল। এবারের ছবিতেও জুটি বেঁধেছেন জেমি ডরন্যান ও ড্যাকোটা জনসন। এটি মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।