ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবতী’তে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
‘পদ্মাবতী’তে ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন

‘পদ্মাবতী’তে তারকার অভাব নেই। মুখ্য চারটি চরিত্রে আছেন রণবীর সিং, শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন ও অদিতি রাও হায়দারি। শোনা যাচ্ছে, এ তালিকায় এবার যুক্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

‘বাজিরাও মাস্তানি’র পর আরও বিশাল ক্যানভাসে ‘পদ্মাবতী’ পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবির একটি হতে যাচ্ছে এটি।

এ খবর জানতে বাকি নেই কারও!

‘পদ্মাবতী’তে তারকার অভাব নেই। মুখ্য চারটি চরিত্রে আছেন রণবীর সিং, শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন ও অদিতি রাও হায়দারি। শোনা যাচ্ছে, এ তালিকায় এবার যুক্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

গুঞ্জন উঠেছে, ‘পদ্মাবতী’র একটি গানে এবং বিশেষ একটি চরিত্রে কিছু সংলাপ বলতে দেখা যাবে অ্যাশকে। এর চিত্রায়ন হবে ১৫-২০ দিন। এ সময়ের মধ্যে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীকে করতে হবে মহড়াও।

এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘গুজারিশ’ (২০১০), ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) ও ‘দেবদাস’ (২০০২) ছবিতে অভিনয় করেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। সবশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।