ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এফডিসিতে জাহিদ হাসানের ‘বেয়াইন সাহেব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এফডিসিতে জাহিদ হাসানের ‘বেয়াইন সাহেব’ ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে উৎসবের আমেজে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এখানে এসে মনে হলো কোনো বিয়েবাড়ি! এমন সাজসজ্জার কারণ ‘বেয়াইন সাহেব’। এই শিরোনামের একটি গানের ভিডিওর চিত্রায়নের জন্যই এতো আয়োজন। 

ঢাকার বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে উৎসবের আমেজে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এখানে এসে মনে হলো কোনো বিয়েবাড়ি! এমন সাজসজ্জার কারণ ‘বেয়াইন সাহেব’।

এই শিরোনামের একটি গানের ভিডিওর চিত্রায়নের জন্যই এতো আয়োজন।

মডেল হিসেবে আছেন ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মডেল-অভিনেত্রী শায়লা সাবি, ছোটপর্দার এ সময়ের অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও অনেকে।

তবে মূল আকর্ষণ জাহিদ হাসান। এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন জনপ্রিয় এই অভিনেতা। ফলে তার দিকেই যেন ছিলো সব আলো।

জাহিদ, সিয়াম, শায়লাসহ সব মডেল পরেছেন বিয়ের অনুষ্ঠানের উপযোগী জমকালো পোশাক। গানে ঠোঁট মেলানোর সঙ্গে হেলেদুলে নেচে বিয়েবাড়ি জমিয়ে তোলেন তারা।

‘বেয়াইন সাহেব’ গানটি গেয়েছেন প্রতীক হাসান। তার সহোদর প্রীতম হাসান এর সংগীত পরিচালক। তারা হলেন প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর পুত্র। দুই ভাই মিলেই লিখেছেন গানটি।

গীতিকার আসিফ ইকবালের প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বুধবার দিবাগত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দৃশ্যধারণ চলছিলো।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।