ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পার্থিব ব্যান্ডের দেশাত্মবোধক অ্যালবাম ‘স্বাগত বাংলাদেশে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
পার্থিব ব্যান্ডের দেশাত্মবোধক অ্যালবাম ‘স্বাগত বাংলাদেশে’

প্রায় তিন বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে পার্থিব। এটি সাজানো হয়েছে দেশাত্ববোধক গান দিয়ে। তাই এর নাম রাখা হয়েছে ‘স্বাগত বাংলাদেশে’।

প্রায় তিন বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে পার্থিব। এটি সাজানো হয়েছে দেশাত্মবোধক গান দিয়ে।

তাই এর নাম রাখা হয়েছে ‘স্বাগত বাংলাদেশে’। মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামী ২ ডিসেম্বর রাতে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। এটি বাজারে আনছে সিএমভি।  

পার্থিব প্রধান আশফাকুল বারি রুমনের দাবি, পুরোটাই দেশকেন্দ্রিক মৌলিক গানে সাজানো কোনো ব্যান্ডের এটাই প্রথম অ্যালবাম এ দেশে। তিনি বলেন, ‘এটা শুধু একটি গানের অ্যালবাম নয়, একটি স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন। আমাদের ইচ্ছা ও চেষ্টা ছিলো বাংলাদেশের হরেক রকম বৈচিত্র গানে গানে তুলে ধরা। জানি না আমরা কতোটা সফল হয়েছি। তিন বছর ধরে চেষ্টার কমতি রাখিনি। ’

এ অ্যালবামে থাকছে ৯টি গান। এগুলোর কথা-সুর-সংগীতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশের অগ্রগতি, ক্রিকেট, পহেলা বৈশাখ কিংবা ঈদ আনন্দসহ দেশের গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ের ছাপ রয়েছে।

বিদেশি শ্রোতাদের আকৃষ্ট করতে তৈরি হয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ শিরোনামের একটি গান। অন্যগুলোর শিরোনাম- স্বাগত বাংলাদেশে, আমরা বাঙালি, মুক্তিযুদ্ধ, বিজয় গাঁথা, বাংলাদেশ, বাংলার বাঘ, বৈশাখ এবং অপেক্ষার চাঁদ।

সব গানের কথা লিখেছেন ও সুর করেছেন পার্থিব ব্যান্ডের লিড গিটারিস্ট রুমন। অন্য সদস্যরা হলেন রনি (কণ্ঠ ও কিবোর্ড), কিবরিয়া কিবু (বেজ গিটার ও রেকর্ডিং), শুভ (ড্রামস ও পারকাশনস) এবং সেলিম হায়দার (অতিথি গিটারিস্ট)।

২০০৩ সালে শুরুর পর পার্থিব ব্যান্ড পথচলার যুগ পেরিয়েছে গত বছর। ১২ বছরে ব্যান্ডটি প্রকাশ করেছে তিনটি অ্যালবাম। এগুলো হলো ‘বাউন্ডুলে’ (২০০৫), ‘উৎসর্গ নিজেকে’ (২০১১) এবং ‘পার্থিব দ্য ডেফিনিটিভ অ্যালবাম’ (২০১৪)। এর মধ্যে রয়েছে একটি ডাবল অ্যালবাম।

পার্থিব’র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘বাউন্ডুলে, ‘চাঁদের আলোয় লাগলো গ্রহণ, ‘মা’, ‘ঈমানে বলি ভালোবাসি’, ‘নিঝুম রাতে’, ‘উৎসর্গ নিজেকে, ‘একা’, ‘যাদুকরি ভালোবাসা’, ‘বাউন্ডুলে-২, ‘ডুবে আছে মন’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।