ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কনের সাজগোজ নিয়ে ‘রয়্যাল ব্রাইডাল শো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
কনের সাজগোজ নিয়ে ‘রয়্যাল ব্রাইডাল শো’

শীতের আগমনের সঙ্গে শুরু হতে যাচ্ছে বিয়ের মৌসুম। এ বিষয়টিকে উপজীব্য করে সাজানো হলো ‘রয়্যাল ব্রাইডাল শো’। একটি পূর্ণাঙ্গ বিয়ের অনুষ্ঠানে যেসব অনুসঙ্গ থাকে সেভাবেই সাজানো হয়েছে এটি। 

শীতের আগমনের সঙ্গে শুরু হতে যাচ্ছে বিয়ের মৌসুম। এ বিষয়টিকে উপজীব্য করে সাজানো হলো ‘রয়্যাল ব্রাইডাল শো’।

একটি পূর্ণাঙ্গ বিয়ের অনুষ্ঠানে যেসব অনুসঙ্গ থাকে সেভাবেই সাজানো হয়েছে এটি।  

গায়ে হলুদ থেকে শুরু করে এতে রয়েছে বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনাসহ সব ধরনের আনুষ্ঠানিকতা। থাকছে প্রত্যেক ধর্মের বিয়ের জন্য কনের উপযোগী সাজের ওপর ভিত্তি করে ফ্যাশন শো, কত্থক নাচ ও কাওয়ালি।  

জাহিদ খানের মেকওভার, জাহিদ খান কালেকশনের পোশাক ও জুয়েলারি এবং আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে ‘রয়্যাল ব্রাইডাল শো’তে মডেল হয়েছেন বুলবুল টুম্পা, শ্রাবণ্য তৌহিদা, অরিন, স্পৃহা, কেয়া, লিন্ডা, নাবিলা, রিফাত, প্রিয়ম, শ্রাবস্তী, লাবণ্য, সৌমি ও আঁখি।  

শো-স্টপার হিসেবে রয়েছেন সাদিয়া ইসলাম মৌ ও শেখ সাদী। বিয়ের নাচ উপস্থাপন করেছেন ফারুক ফ্লাই ও তার দল, কত্থক নাচ পরিবেশন করেন মুক্তা রানী ঠাকুর, বিয়ের কাওয়ালি গেয়েছেন সনু কাওয়ালী।  

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘রয়্যাল ব্রাইডাল শো’। এটি উপস্থাপনা করেছেন শান্তা জাহান, পরিচালনায় কুইন রহমান।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।