ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপ্ত টিভির বর্ষপূর্তিতে কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দীপ্ত টিভির বর্ষপূর্তিতে কনসার্ট (বাঁ থেকে) মমতাজ, মুহিন, নিশীতা বড়ুয়া ও পড়শী

তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বাংলায় ডাব করে দেখিয়ে অল্প সময়ে আলোচিত হয়েছে দীপ্ত টিভি। বেসরকারি চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি শুক্রবার (১৮ নভেম্বর)। এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে ঢাকার কারওয়ান বাজারে তাদের ভবনে আয়োজন করা হয়েছে ‘দীপ্ত কনসার্ট’।

তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বাংলায় ডাব করে দেখিয়ে অল্প সময়ে আলোচিত হয়েছে দীপ্ত টিভি। বেসরকারি চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি শুক্রবার (১৮ নভেম্বর)।

এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে ঢাকার কারওয়ান বাজারে তাদের ভবনে আয়োজন করা হয়েছে ‘দীপ্ত কনসার্ট’।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ফোকসম্রাজ্ঞী মমতাজের সংগীত পরিবেশনা। এখানে আরও গান গাইবেন তরুণ কণ্ঠশিল্পী মুহিন, নিশীতা বড়ুয়া ও পড়শী। দীপ্ত টিভিতে কনসার্টটি সরাসরি সম্প্রচার করা হবে।

গানের আগে মেগা কুইজ বিজয়ীদের পুরস্কার দেবেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং আরবি গ্রুপের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।