ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আবার পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়াকে থামানো মুশকিল! টানা দ্বিতীয়বারের মতো পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন তিনি। খবর পিপল ম্যাগাজিনের।

একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়াকে থামানো মুশকিল! টানা দ্বিতীয়বারের মতো পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন তিনি। খবর পিপল ম্যাগাজিনের।

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের গত আসরে নিজের প্রথম আমেরিকান টিভি থ্রিলার ‘কোয়ান্টিকো’র জন্য নতুন টিভি সিরিজের ফেভারিট অভিনেত্রীর পুরস্কার জেতেন প্রিয়াঙ্কা। এবার ‘কোয়ান্টিকো টু’র জন্য ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী বিভাগে মনোনীত হলেন তিনি। গত ১৫ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়।

‘কোয়ান্টিকো টু’ সিরিজেও এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী বিভাগে ৩৪ বছর বয়সী এই তারকা লড়ছেন এলেন পম্পিও (গ্রে’স অ্যানাটমি), কেরি ওয়াশিংটন (স্ক্যান্ডাল), ভিওলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার) ও টারাজি পি. হেনসন (এম্পায়ার)।

বুধবার (১৬ নভেম্বর) টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মনোনয়নের জন্য ধন্যবাদ। টানা দ্বিতীয়বার এই অর্জনে মনে হচ্ছে আকাশে উড়ছি!’ ‘কোয়ান্টিকো টু’ মনোনয়ন পেয়েছে ফেভারিট নেটওয়ার্ক টিভি ড্রামা বিভাগে।

সম্প্রতি ফোর্বসের হিসাবে বিশ্বের শীর্ষ ১০ উপার্জনকারী টিভি অভিনেত্রীর তালিকায় অষ্টম হন প্রিয়াঙ্কা। হলিউডে তার প্রথম ছবি ‘বেওয়াচ’ মুক্তি অপেক্ষায় আছে। এতে তাকে দেখা যাবে ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের সঙ্গে। আগামী বছরের মে মাসে এটি প্রেক্ষাগৃহে আসবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।