ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার পোল্যান্ডে ‘আন্ডার কনস্ট্রাকশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এবার পোল্যান্ডে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে শাহানা গোস্বামী

বিভিন্ন দেশের পর রুবাইয়াত হোসেনের প্রশংসিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবার প্রদর্শিত হবে পোল্যান্ডের একটি চলচ্চিত্র উৎসবে। দেশটির ওয়ারশোতে বুধবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আয়োজনের নাম ফাইভ প্লেভার্স ফিল্ম ফেস্টিভ্যাল।

বিভিন্ন দেশের পর রুবাইয়াত হোসেনের প্রশংসিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবার প্রদর্শিত হবে পোল্যান্ডের একটি চলচ্চিত্র উৎসবে। দেশটির ওয়ারশোতে বুধবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আয়োজনের নাম ফাইভ প্লেভার্স ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবে শুক্রবার (১৮ নভেম্বর) ও ১৯ নভেম্বর এশিয়ার নতুন চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য প্রদর্শিত হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’। এ প্রতিযোগিতায় বিবেচ্য বিষয় হলো সাংস্কৃতিক ও সামাজিক বিষয়াদি। এর অংশ হিসেবে নেটপ্যাক জুরির পাশাপাশি সাধারণ দর্শকরাও বিজয়ী মনোনীত করবে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়ার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। পোল্যান্ডের উৎসবে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিনি। ফাইভ প্লেভার্স ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালক জ্যাকব ক্রোলিকোয়াস্কি বলেছেন, “শুধু গল্প বা দর্শকপ্রিয়তা নয়, আমরা ‘আন্ডার কনস্ট্রাকশন’কে সামাজিক সচেতনতা সৃষ্টির একটি দারুণ প্রভাবক হিসেবে বিবেচনা করছি। ”

এশিয়ার উল্লেখযোগ্য ছবিগুলোকে পোল্যান্ডে প্রদর্শনীর ব্যাপারে এ উৎসবকে সহযোগিতা করছে ওয়ারশো সিটি কাউন্সিল, পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয় ও পোলিশ ফিল্ম ইনস্টিটিউট। গত সপ্তাহে এশিয়ার ছবিকে কেন্দ্র করে স্পেনে অনুষ্ঠিত কাসা চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’।

‘আন্ডার কনস্ট্রাকশন’ বাংলাদেশে মুক্তি পায় এ বছরের ২২ জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল বোস, শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।