ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে না করার জন্য বাগদানের আংটি বিক্রি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বিয়ে না করার জন্য বাগদানের আংটি বিক্রি! ‘রূপকথার রাজপুত্র’ টেলিছবিতে হিল্লোল ও নুসরাত ইমরোজ তিশা

দরিদ্র ঘরের মেয়ে রূপা সংসারের খরচ টানতে রীতিমতো হাঁপিয়ে ওঠে। ঘরে অসুস্থ মা, বাবা আর স্কুল পড়ুয়া দুই ভাইবোন। তাদের কারও মুখ মলিন হতে দেয় না সে।

দরিদ্র ঘরের মেয়ে রূপা সংসারের খরচ টানতে রীতিমতো হাঁপিয়ে ওঠে। ঘরে অসুস্থ মা, বাবা আর স্কুল পড়ুয়া দুই ভাইবোন।

তাদের কারও মুখ মলিন হতে দেয় না সে।

একসময় তার বিয়ের প্রস্তাব আসে। পাত্র রোমেল তাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে যায়। একদিন সেই আংটি দোকানে বিক্রি করে দেয় রূপা। সেদিনই একজন রোমেলকে ফোন করে তার বাগদত্তা সম্পর্কে বাজে কথা বলে বিয়ে ভেঙে দিতে চায়।

রোমেল বুঝতে পারে ফোনের ওপাশের লোকটা তাদের বিয়ের ঘটক। এরপর ঘটকের কাছে গিয়ে সে জানতে পারে আসল ঘটনা। এই কাজ করার জন্য ঘটককে অনুরোধ করেছিলো রূপা। কারণ সে তার পরিবারকে অসহায় ফেলে রেখে বিয়ে করতে চায় না।  

গল্পটি ‘রূপকথার রাজপুত্র’ টেলিছবির। এতে রূপার ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। রোমেল চরিত্রে দেখা যাবে হিল্লোলকে।

টেলিছবিটি লিখেছেন ইউসুফ আলী খোকন, পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রূপকথার রাজপুত্র’।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।