ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানে প্রেরণার অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
গানে প্রেরণার অভিষেক ফুয়াদ নাসের বাবুর সঙ্গে প্রেরণা

গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতির জ্যেষ্ঠ কন্যা প্রেরণা সংগীত চর্চা করছে ছোটবেলা থেকে। মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানেও গেয়েছে সে। এবার আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে তার যাত্রা শুরু হলো।

গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতির জ্যেষ্ঠ কন্যা প্রেরণা সংগীত চর্চা করছে ছোটবেলা থেকে। মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানেও গেয়েছে সে।

এবার আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে তার যাত্রা শুরু হলো।

ফুয়াদ নাসের বাবুর সুর-সংগীতে বিজ্ঞাপনের গান গেয়েছে প্রেরণা। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নিকেতনের একটি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। এখানে প্রেরণার ছোট বোন প্রতীক্ষা ও তাদের বাবা ছিলো।

গানে অভিষেক প্রসঙ্গে ভিকারুন্নেসা নূন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রেরণা মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বললো, ‘ভালো লেগেছে। স্টুডিওতে যাওয়ার পর আমাকে বুঝিয়ে দেওয়া হয়। মনোযোগ দিয়ে শুনে গাইলাম। এর আগে আমি কাভার সং করেছি। কিন্তু এটাই আমার প্রথম মৌলিক গান। ’

প্রেরণার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর ফুয়াদ নাসের বাবু বাংলানিউজকে বললেন, ‘এটি কোকোলা নুডলসের বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল। প্রেরণার গায়কী সুন্দর। ও অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে। ওর জন্য শুভকামনা রইলো। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।