ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাজে পোশাকের তালিকায় দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বাজে পোশাকের তালিকায় দীপিকা! এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন

সংগীত পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে বরবারই কেতাদুরস্তদের সমাবেশ ঘটে। চলচ্চিত্র প্রদর্শনীর বেলায়ও এমনটি দেখা যায় না।

এক্ষেত্রে লালগালিচা বড়ই বিচিত্র। চোখধাঁধানো স্টাইলও সবসময় সবার মন জয় করতে পারে না।

প্রথমবার এমন অভিজ্ঞতা হলো দীপিকা পাড়ুকোনের। রোববার (৬ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রটারডামে জমকালো এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি অংশ নেন হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে অভিনয়ের সৌজন্যে। ৩০ বছর বয়সী এই তারকা লালগালিচায় এসেছিলেন মনীষা জয়সিংয়ের নকশা করা কালো ও সবুজের সম্মিলনে সাজানো পোশাক পরে।

কিন্তু ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল দীপিকার চওড়া বেল্টসহ পা-খোলা লম্বা স্কার্ট ও আঁটসাট কাঁধখোলা পোশাকটিকে বাজে তালিকায় স্থান দিয়েছে। তারা এটাকে বলছে ‘বলিউডের মুখচুন’!

এক প্রতিবেদনে ট্যাবলয়েডটিতে বলা হয়েছে, ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখতে জ্বলজ্বলে মনে হলেও কাঁধখোলা সবুজ টপ ও স্কার্টের সম্মিলন তার দারুণ শারীরিক গড়নের সঙ্গে মোটেই মানায়নি।

এদিকে বাজে পোশাকের তালিকায় দীপিকাকে রাখায় ক্ষুব্ধ ভক্তরা। সোমবার (৭ নভেম্বর) টুইটারে তারা ডেইলি মেইলের বিরুদ্ধে মন্তব্য করেছেন। সোনাল আগ্রাওয়াল নামের এক তরুণীর মতে, ‘ভালোই তো লাগছে দীপিকাকে। বুঝতে পারছি না এখানে খারাপের কি পেলেন তারা। ’

ডেইলি মেইল কি ভাবলো তা থোড়াই কেয়ার করে আরেকজনের মন্তব্য- ‘এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের মতো লালগালিচায় পা মাড়ানো আমার স্বপ্ন। ’ এক ভক্ত মনে করে, ‘দীপিকাকে কেউই হারাতে পারবে না। তিনিই সেরা। তিনিই আদর্শ নারী। ’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পোশাকটির প্রশংসার পাশাপাশি মনে করিয়ে দিয়েছে, ডেইলি মেইল সেই ট্যাবলয়েড যারা টেনিস তারকা নোভাক ডকোভিচের সঙ্গে দেখে দীপিকার স্থিরচিত্র দেখে তাকে চিনতে পারেনি!

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে বাজে পোশাকের তালিকায় দীপিকা ছাড়াও স্থান পেয়েছেন রিয়েলিটি তারকা ইলেট্রা ল্যাম্বরঘিনি, গায়িকা চার্লি এক্সসিএক্স, টিভি অভিনেত্রী ক্লো ফেরি ও অস্ট্রেলীয় টেলিভিশন ব্যক্তিত্ব চার্লোট ডসন।

এ অনুষ্ঠানে বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড জয়ী কানাডিয়ান সংগীতশিল্পী দ্য উইকেন্ডের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা। এ সময় তার সঙ্গে ছিলেন ‘ট্রিপল এক্স থ্রি: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর আরেক অভিনেত্রী নিনা ডোবরেভ। ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন ভিন ডিজেল, স্যামুয়েল এল. জ্যাকসন প্রমুখ।

এদিকে ভারতে ফিরে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘পদ্মাবতী’ ছবির কাজ শুরু করেছেন দীপিকা। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। তার সহশিল্পী শহিদ কাপুর ও রণবীর সিং। এ ছাড়াও আছেন অদিতি রাও হায়দারি।

আরও পড়ুন>>>
* এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে দীপিকার দ্যুতি

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।