ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সজল-মেহজাবিনের ‘রেড লাভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সজল-মেহজাবিনের ‘রেড লাভ’ ‘রেড লাভ’ টেলিছবিতে মেহজাবিন ও সজল

অন্ত মধ্যবিত্ত পরিবারের বিনয়ী ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে সে।

অন্তর বন্ধু মাহিন ও অর্ক। অন্ত ও অর্ক একই মেসে একই রুমে থাকে। আর মাহিন ধনী বাবার ছেলে। সহপাঠী মেয়েরা মাহিনের প্রতি দুর্বল। সে এর সুযোগ নেয়।

অন্ত এদিক দিয়ে আলাদা। একসময় সুন্দরী হৃদিকে ভালো লাগে তার। কিন্তু কোনোভাবেই মনের কথা মেয়েটিকে বলতে পারে না সে। তাই মাহিনের সহযোগিতা নেয়। কিন্তু হৃদিকে মাহিন নিজের কথা বলে দেয়! তাই তাকে অন্ত শর্ত দেয়, হৃদি ছাড়া অার কারও সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না। কিন্তু কিছুদিন পর প্রমিথিকে প্রেমের জালে ফাঁসায় মাহিন। শুরু হয় দুই বন্ধুর দ্বন্দ্ব।

একসময় হৃদি জানতে পারে অন্ত তাকে ভালোবাসে। তাই ছেলেটির সঙ্গে সম্পর্কে জড়ায় সে। কিন্তু এটা মেনে নিতে পারে না মাহিন। তাই অন্তর সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। অন্ত সিদ্ধান্ত নেয় হৃদিকে বিয়ে করবে। কিন্তু হৃদি বিয়েতে রাজি হয় না। সে জানায়, মাহিনের সঙ্গে চ্যালেঞ্জ করে এতোদিন মিথ্যে প্রেমের অভিনয় করেছে!

গল্পটি ‘রেড লাভ’ টেলিছবির। এতে অন্ত ও হৃদি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সজল ও মেহজাবিন। এ ছাড়া মাহিনের ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ।

টেলিছবিটি লিখেছেন সাইফ আল মামুন, পরিচালনায় আহমেদ শাকিল। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘রেড লাভ’। প্রযোজনায় গাজী শাহজাহান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।