ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অক্ষয় কুমারের ‘টয়লেট’ সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
অক্ষয় কুমারের ‘টয়লেট’ সেলফি অক্ষয় কুমারের সঙ্গে সেলফিতে ভূমি পেড়নেকর

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পরিবারের সঙ্গে বেড়ানোর পর ভারতে ফিরে মাথুরা শহরে নিজের নতুন ছবির কাজ শুরু করেছেন অক্ষয় কুমার। মজার বিষয় হলো, এর নাম ‘টয়লেট-এক প্রেম কথা’।

প্রথম দিনের শুটিং চলাকালে টুইটারে রোববার (সকালে) একটি সেলফি পোস্ট করে সবার শুভকামনা চেয়েছেন অক্ষয়। এর পেছনে আছে একটি শৌচাগার। আর তার পাশে অভিনেত্রী ভূমি পেড়নেকর।

নীরাজ পান্ডের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে একটি প্রেমের গল্প নিয়ে। এর মূল বক্তব্য ভারতে খোলা আকাশের নিচে মলত্যাগে নিরুৎসাহিত করা। প্রযোজনা প্রতিষ্ঠান আবুনদানতিয়া এন্টারটেইনমেন্টের বিক্রম মালহোত্রা বলেছেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান পদক্ষেপকে এগিয়ে নিতে চাই। এ ছাড়া কোনো কৃত্রিম সেটে এর চিত্রায়ন হবে না। ’

এদিকে মাথুরায় হোটেলে ঢুকে আনুষ্ঠানিকতা শেষে অক্ষয় লবিতে আসতেই অপরিচিত এক দম্পতির এগিয়ে এসে ‘হরে কৃষ্ণ হরে রাম’ গাইতে গাইতে তাকে ভগবত গীতার একটি কপি উপহার দেয়। দেখতে বিদেশি মনে হওয়া এই দম্পতির মধ্যে তার পেশা ও খ্যাতি সম্পর্কে ধারণা আছে বলে মনে হয়নি প্রত্যক্ষদর্শীদের।

অবশ্য প্রথম দিনের শুরুতে এমন কিছুই প্রত্যাশা করেন অক্ষয়। কারণ বলিউডের যে কোনো ছবি মহরত ছাড়া অসম্পূর্ণ থাকে। তাছাড়া ধর্মীয় গ্রন্থ পাওয়াকে শুভ হিসেবেই দেখা হয়। ফলে ভক্ত দম্পতির উপহারে তিনি অভিভূত। টুইটারে ঘটনাটি জানাতে দেরি করেননি ৪৭ বছর বয়সী এই তারকা।

‘টয়লেট-এক প্রেম কথা’ ছাড়াও অক্ষয় কুমারের হাতে আছে চারটি ছবি- ‘জলি এলএলবি টু’, ‘রোবট ২.০’, ‘ক্র্যাক’ ও ‘গোল্ড’। এগুলোতে তাকে দেখা যাবে যথাক্রমে আইনজীবী, লোভী বিজ্ঞানী, উন্মাদ ও হকি খেলোয়াড়ের ভূমিকায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।