ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কমল হাসান ও গৌতমির ছাড়াছাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
কমল হাসান ও গৌতমির ছাড়াছাড়ি

তামিল সুপারস্টার কমল হাসান ও দক্ষিণী অভিনেত্রী গৌতমি তাড়িমাল্লা আলাদা হয়ে গেছেন। ১৩ বছর ধরে এক ছাদের নিচে ছিলেন তারা।

মঙ্গলবার (১ নভেম্বর) ব্যক্তিগত ব্লগে ‘লাইফ অ্যান্ড ডিসিশানস’ শিরোনামের পোস্টে প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ির খবর নিশ্চিত করেছেন গৌতমি।

কমল ও গৌতমি একসঙ্গে অভিনয় করেছেন ‘অপূর্ব সাগধারারগাল’ (১৯৮৯), ‘থেবার মাগান’ (১৯৯২) ও সাম্প্রতিক সময়ের ‘পাপানাসাম’ (২০১৫) ছবিতে। ২০০৫ সাল থেকে তারা একসঙ্গে বসবাস করছিলেন। বিয়েবিশ্বাসী নন বলে তারা একজন আরেকজনের সঙ্গে গাঁটছড়া বাঁধেননি।

গৌতমি এর আগে ব্যবসায়ী সন্দীপ ভাটিয়াকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে এক কন্যাসন্তান আছে, তার নাম শুভলক্ষ্মী। অন্যদিকে কমল দু’বার বিয়ে করেছিলেন। তার দুই কন্যাসন্তান আছে। তারা হলেন শ্রুতি হাসান ও অক্ষরা। তাদের মা কমলের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী সারিকা।

‘লাইফ অ্যান্ড ডিসিশানস’ শিরোনামের ব্লগ পোস্টে ৪৮ বছর বয়সী গৌতমি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমি ও কমল হাসান আর একসঙ্গে নেই। প্রায় ১৩ বছর এক ছাদের নিচে থাকার পর এটা জীবনের খুব কঠিন সিদ্ধান্তের মধ্যে অন্যতম। যে কোনো নারীরই এমন মনে হবে। কিন্তু এটা প্রয়োজন ছিলো। আর এখানে পৌঁছাতে দুই বছর সময় লেগেছে আমার। প্রথমত আমি একজন মা। সন্তানের জন্য আদর্শ মা হওয়া আমার দায়িত্ব। ’

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।