ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বেওয়াচ’ ছবির পোস্টারে প্রিয়াঙ্কা ভয়ংকর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘বেওয়াচ’ ছবির পোস্টারে প্রিয়াঙ্কা ভয়ংকর!

পশ্চিমে একের পর এক সাফল্য ও অর্জনে আকাশে উড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’তে নজরকাড়া অভিনয়ের সুবাদে প্রিয়াঙ্কা আমেরিকায় সাড়া জাগিয়েছেন নিঃসন্দেহে।

এরই মধ্যে তার ক্যারিয়ারের ঝুলিতে জমা হয়েছে হলিউডের ছবি ‘বেওয়াচ’।

ছবিটিতে শয়তানি চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এ বিষয়টি মাথায় রেখে গত ৩১ অক্টোবর ‘বেওয়াচ’-এর হ্যালোউইন থিমযুক্ত নতুন পোস্টার শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আপনার দিকে নজর রেখেছি। মন্দ হয়ে মজা নিন! সবাইকে হ্যালোউইনের শুভেচ্ছা। ’

সেথ গর্ডন পরিচালিত ‘বেওয়াচ’-এ আরও অভিনয় করেছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্ড্রা ড্যাডারিও, কেলি রোরবাখ, জন বেজ, ইলফেনেশ হ্যাডিরা, ইয়াহিয়া আব্দুল-মতিন দ্বিতীয়, ডেভিড হ্যাসেলহফ ও পামেলা অ্যান্ডারসন। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৯ মে।

এর আগে বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে ‘এইতরাজ’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।