ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের ৫১তম জন্মদিনের পার্টি শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
শাহরুখের ৫১তম জন্মদিনের পার্টি শুরু শাহরুখ খান

অভিনেতা শাহরুখ খান ৫২ বছরে পা রাখলেন। এ উপলক্ষে বলিউড বাসিন্দাদের সঙ্গে মুম্বাইয়ের কাছের অঞ্চল আলিবাগে পাটি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২ নভেম্বর) সকালেই সেখানে গেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তারকা রণবীর কাপুর। এ ছাড়াও ভেন্যুতে দেখা গেছে পরিচালক ইমতিয়াজ আলিকে। সম্প্রতি তার পরিচালনায় ‘দ্য রিং’ ছবির কাজ শেষ করেছেন শাহরুখ। এতে তার বিপরীতে আছেন আনুশকা শর্মা।

জানা গেছে, পার্টি হবে দুই দিনব্যাপী। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরি ও তাদের কন্যা সুহানা। ভেন্যুর বহির্ভাগের একটি ছবি এনডিটিভি প্রকাশ করেছে। অভিনেতা চাঙ্কি পান্ডে এসেছেন স্ত্রী ভাবনা পান্ডেকে নিয়ে।

এদিকে গত কিছুদিন ধরে উৎসবের মেজাজে আছেন শাহরুখ। তাকে দেখা গেছে বচ্চনদের দিওয়ালি পার্টিতে। এরপর আমির খানের দিওয়ালি অনুষ্ঠানে গিয়ে তার স্ত্রী কিরণ ও অতিথিদের সঙ্গে কার্ড খেলেছেন তিনি। গৌরিও ছিলেন তাদের সঙ্গে।

বলিউডে তিন দশক ধরে রাজত্ব করা খান সাম্রাজ্যের বাদশা বলা হয় শাহরুখকে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে তার নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’। গৌরি শিন্ডের পরিচালনায় এতে তার সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট।

এদিকে রূপালি পর্দার বাইরে শাহরুখ একাধারে চলচ্চিত্র প্রযোজক, উদ্যোক্তা, ক্রীড়ামোদি, রসিক ও সামাজিক যোগাযোগমাধ্যম বান্ধব হিসেবেও পরিচিত।

আরও পড়ুন>>>
* শৈশব-কৈশোরে যেমন ছিলেন শাহরুখ

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।