ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুমনের ইনস্ট্রুমেন্টাল বেজ অ্যালবাম ‘সোল ফুড-পার্ট ১’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সুমনের ইনস্ট্রুমেন্টাল বেজ অ্যালবাম ‘সোল ফুড-পার্ট ১’ সুমন

রক ব্যান্ড অর্থহীনের সংগীতশিল্পী সুমনের প্রথম একক ইনস্টুমেন্টাল বেজ অ্যালবাম ‘সোল ফুড-পার্ট ১’ গত ৩১ অক্টোবর প্রকাশিত হলো গান অ্যাপে। এটি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল মিউজিক প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে।

সুমনের এ অ্যালবামে সহযোগিতা করেছেন বিখ্যত সংগীতশিল্পীরা। তাদের মধ্যে আছেন ফেলিক্স পেস্টোরিয়াস, রবার্ট ‘বাবি’ লিউইস, জস কোহেন, বব ফ্রান্সেসছিনি, জে.ডি. ব্লেয়ার এবং ইরফান নাজিমজাদেহ। বাংলাদেশি প্রতিভাবান ড্রামার মার্ক ডনও একটি গানে কাজ করেছেন।

সাইদুস খালেদ সুমন ‘বেজবাবা সুমন’ নামেই বেশি পরিচিত। তিনিই প্রথম বাংলাদেশি শিল্পী, যাকে বিখ্যাত বেজ গিটার ব্যান্ড এমটিডি পৃষ্ঠপোষকতা করেছে। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, “সোল ফুড একদম অরিজিনাল এবং এটি সংগীতপ্রেমীদের জন্য তরতাজাভাবেই পরিবেশিত হয়েছে। এটি কোলেস্টেরোল ফ্রি এবং স্বাস্থ্যের জন্য ভালো!’

‘সোল ফুড-পার্ট ১’ অ্যালবামের পাঁচটি গান লিখেছেন এবং প্রযোজনা করেছেন বেজবাবা সুমন। এর দ্বিতীয় অংশটি প্রকাশ হবে ২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শীতকালীন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মিউজিক মার্চেন্টে (এনএএমএম)। এতে অন্যান্য জনপ্রিয় সংগীতশিল্পীরাও থাকবেন।

আয়োজকরা এনএএমএম উৎসবকে যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পের সবচেয়ে বড় ‘উৎসব’ হিসেবে উল্লেখ করেছেন। এটি প্রতি বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার অ্যানহেইমে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সুমন গত দুই বছর ধরে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।