ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘একটা গল্প’র ভিডিওতে আজাদ ও নীলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
‘একটা গল্প’র ভিডিওতে আজাদ ও নীলা নীলাঞ্জনা নীলা ও এ.কে আজাদ আদর

পৃথক দুটি প্রতিযোগিতার মাধ্যমে ২০১৪ সালে দু’জনেরই আবির্ভাব বিনোদন অঙ্গনে। বলা হচ্ছে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলা ও ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ বিজয়ী আজাদের কথা।

তারা এবার মিউজিক ভিডিওর মডেল হলেন একসঙ্গে।

‘একটা গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন বেলাল খান ও মেরী। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইউটিউবে প্রকাশিত হলো এটি। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর বেলাল খানের, সংগীতায়োজন করেছেন জে.কে।

ভিডিওতে গায়ক-গায়িকাও আছেন। ইউটিউব ছাড়াও মোবাইল ভাস প্রোভাইডার প্রতিষ্ঠান অ্যাডবক্সের গানবক্স অ্যাপ-এ দেখা যাচ্ছে ‘একটা গল্প’। এটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

* ‘একটা গল্প’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।