ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিঙ্গাপুর উৎসবে বাংলাদেশের ‘লাইভ ফ্রম ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
সিঙ্গাপুর উৎসবে বাংলাদেশের ‘লাইভ ফ্রম ঢাকা’ দৃশ্য: ‘লাইভ ফ্রম ঢাকা’

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বাংলাদেশের ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’র ওয়াল্র্ড প্রিমিয়ার হতে যাচ্ছে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এটি লড়বে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডসের জন্য।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবিটি আগামী ২ ও ৩ ডিসেম্বর উৎসবে প্রদর্শন করা হবে। দুই দিনই থাকবেন নির্মাতা সাদ এবং তার দুই অভিনয়শিল্পী মোস্তাফা মনোয়ার ও তাসনোভা তামান্না।

‘লাইভ ফ্রম ঢাকা’ই চট্টগ্রামের ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম পরিচালিত ছবি। এটি তিনি বানিয়েছেন সাদাকালোতে। নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একজন মানুষ কোনটা বেছে নেবেন, এমন জটিল পরিস্থিতিতে পড়ার চিত্র তুলে ধরেছেন তিনি।

ছবিটির গল্প ঢাকায় টিকে থাকতে লড়াই করা শারীরিক প্রতিবন্ধী সাজ্জাদকে ঘিরে। শেয়ারবাজার ধসে সে সর্বস্ব হারিয়েছে। ঋণের বোঝায় অতীষ্ঠ হয়ে ওঠে এই যুবক।

প্রেমিকা রেহানা ও মাদকাসক্ত ভাই মাইকেলের সঙ্গে কীভাবে চলবে তা বুঝে উঠতে পারে না সাজ্জাদ। পাহাড়সম চাপে পড়ে ঢাকা ও সমস্যা থেকে মুক্তির পথ পেতে মরিয়া হয়ে ওঠে সে। ক্রমে তার মনের আঁধার বাড়তে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।