ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীর ওজন কমানোর রহস্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সোনাক্ষীর ওজন কমানোর রহস্য সোনাক্ষী সিনহা

‘দাবাং’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলিউডে পা রেখেই তার প্রথম ছবির মাধ্যমেই অভিনয় দিয়ে বাজিমাত করেছিলেন। কিন্তু আড়াল থেকে অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন মন্তব্য শুনতে হয়েছে তাকে।

এখন নিজের ওজন অনেকটাই কমিয়েছেন সোনাক্ষী। কিন্তু এর পেছনের রহস্যটা কী? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিলো বরাবর। সম্প্রতি সোনাক্ষী  তার ওজন কমানোর রহস্য উন্মোচন করেছেন।

 
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম  টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করেছি। আমি যখন নূর ছবির কাজ শুরু করি তখন ব্যস্ত শিডিউলের কারণে ব্যায়াম করতে পারিনি। আমি মায়ের হাতের সুস্বাদু খাবার খেতাম। কিন্তু যখন মোটা হওয়া শুরু করলাম, আমি এটি বন্ধ করে দিলাম। ’
 
অতিরিক্ত ওজনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিদ্রূপাত্মক মন্তব্য শুনতে হয়েছে সোনাক্ষীকে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি অপ্রয়োজনীয় মতামতকে গুরুত্ব দেই না। বেশি ওজনের জন্য স্কুলে আমাকে অনেক বিদ্রূপ শুনতে হয়েছে। আমি যখন বলিউডে প্রবেশ করি তখন ৯০ কেজি থেকে ওজন কমিয়ে ৬০ কেজি করেছি। কারণ এটি ভিজ্যুয়াল মিডিয়াম এবং এখানে দেখার একটি ব্যাপার থাকে। অতিরিক্ত ওজন সত্বেও আমার দাবাং সিনেমাটি ব্যবসাসফল ছিলো। তাহলে আমার কেমন হওয়া দরকার তা নিয়ে অন্যরা বলার কে?’
 
সোনাক্ষী এখন ব্যস্ত  ‘নূর’ ছবির শুটিং নিয়ে। এছাড়া এ অভিনেত্রীর ‘ফোর্স-টু’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয় দেও পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। সোনাক্ষী ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন জন আব্রাহাম, তাহির রাজ বাসিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।