ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সরাসরি গাইবেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সরাসরি গাইবেন ডলি সায়ন্তনী ডলি সায়ন্তনী

‘সময় কাটুক গানে গানে’ সংগীতানুষ্ঠানে সরাসরি গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক এই অনুষ্ঠানের এবারের পর্বে ডলি সায়ন্তনী তার জনপ্রিয় সব গানগুলো পরিবেশন করবেন।

শুক্রবার রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হবে এই সঙ্গীতায়োজন।

দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানানোর সুযোগ রয়েছে ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে। গানসহ তার বর্তমান ব্যস্ততা ও গান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন ডলি সায়ন্তনী। অনুষ্ঠানের এই পর্বে উপস্হাপনা করবেন মডেল, অভিনেত্রী ও উপস্হাপিকা নাবিলা ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল।

এদিকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ফোক ফিউশন নির্ভর গান করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ‘লোকাল বাস’ খ্যাত সঙ্গীতশিল্পী প্রিতম হাসানের  সঙ্গে তার পরবর্তী গান নিয়ে কথা বলেছেন। আনুষ্ঠানিকভাবে নতুন ফোক গান সম্পর্কিত সব তথ্য খুব শিগগিরই তার ভক্তদের জানাবেন ডলি সায়ন্তনী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।