ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতার সঙ্গে বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতার সঙ্গে বিয়ে

সুপারমডেল মিরান্ডা কার ও সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ইভান স্পিজেল বিয়ে করবেন আগামী বছর। এক বছর প্রেমের পর গত জুনে তাদের বাগদান হয়েছে।


 
মিরান্ডা জানিয়েছেন, এরই মধ্যে বিয়ের পরিকল্পনা শুরু করেছেন তারা। বিয়ের দিনক্ষণ প্রসঙ্গে প্যারিস ম্যাচ ম্যাগাজিনকে ৩৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘২০১৭ সালে বিয়ে করবো। এজন্য আমি মুখিয়ে আছি। ’
 
বিয়ে আসন্ন বলে বেশ ফুরফুরে মেজাজে আছেন মিরান্ডা। তবে ইভানের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাবেন আশা করেননি তিনি। তার কথায়, ‘আমি এটা মোটেই প্রত্যাশা করিনি। ও আমাকে বলেছেন, ‘মিরান্ডা, তোমাকে বলছি- এই প্রথম এবং শেষবার তোমার সামনে হাঁটু গেড়ে বসতে যাচ্ছি। ’ ওর মুখে এটা শুনে ভীষণ নার্ভাস আর আবেগাপ্লুত হয়েছি।
 
এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমকে বিয়ে করেন মিরান্ডা। কিন্তু সেটা টেকেনি। তাদের বিচ্ছেদ হয়েছে ঘর বাঁধার তিন বছরের মাথায়। ওই সংসারে পাঁচ বছর বয়সী পুত্রসন্তানের নাম ফ্লিন।
 
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।