ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করণ জোহরকে ৩২০ রুপির চেক পাঠালেন ব্যবসায়ী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
করণ জোহরকে ৩২০ রুপির চেক পাঠালেন ব্যবসায়ী! করণ জোহর

করণ জোহর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এমএনএস প্রধান রাজ থাকরে নিশ্চিত করেছেন, তাদের পার্টি দিওয়ালিতে মুক্তি প্রতীক্ষিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তিতে বাধা হয়ে দাঁড়াবে না।

তবে একটি ঘটনা তার কপালে আবার ভাঁজ ফেলে দিয়েছে।

মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা করণ চিমা নামের এক ব্যবসায়ী ৩২০ রুপির একটি চেক পাঠিয়েছেন করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন্সের নামে। সঙ্গে আছে এই চেক পাঠানোর কারণ ব্যাখ্যাসহ একটি চিঠি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় করণ জোহর মন্তব্য করেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তি স্থগিত হয়ে গেলে অনেক মানুষের ঘাম ঝরানো পরিশ্রম ব্যর্থ হবে। এ ভিডিও দেখে করণ চিমা সিদ্ধান্ত নেন, পরিচালক ও কলাকুশলীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ৩২০ রুপির চেক পাঠিয়ে দেবেন। টিকিট কেটে ছবিটি দেখলে এ পরিমাণ অর্থ ব্যয় হতো তার। কিন্তু পাকিস্তানি অভিনেতা (ফাওয়াদ খান) থাকায় তিনি প্রেক্ষাগৃহে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখতে যাবেন না বলেও সাফ জানিয়েছেন।

করণ জোহরকে পাঠানো চিঠি ও চেকের ছবি গত ২০ অক্টোবর টুইটারে শেয়ার করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রাক্তন বিজেপি স্বেচ্ছাসেবী শিল্পী তিওয়ারি। তিনি লিখেছেন, ‘করণ জোহরের মিতা (একই নামধারী ব্যক্তি) ছবিটি দেখতে অস্বীকৃতি জানিয়ে তাকে টিকিটের অর্থ পাঠিয়েছেন। আর্থিক ক্ষতি যেন না হয় সে ব্যাপারে তিনি সচেতন মনে হচ্ছে। তবে শিল্পের ব্যাপারের নন। ’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। এতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান। অতিথি শিল্পী হিসেবে আছেন শাহরুখ খান ও আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।