ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী

বাবা-মেয়ে শ্রীবাস বসাক ও উর্মিলা শুক্লার যুগল ছবির প্রদর্শনী, তাই এর শিরোনাম ‘পরম্পরা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ আয়োজনের উদ্বোধন হবে।

শিল্পী শ্রীবাস বসাক বলেছেন, ‘এটা আমাদের স্বপ্নপূরণের মতোই। এ যাত্রায় শামিল হতে ভীষণ ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে সবাই এলে ভালো লাগবে। দেয়ালে টাঙানো ছবিগুলো দর্শনার্থীদের অপেক্ষায় থাকলো। ’

‘পরম্পরা’র ছবিগুলো সবার জন্য উম্মুক্ত। প্রদর্শনীটি চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।