ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্যারিসে পপকর্ন বিক্রি করছেন স্কারলেট জোহানসন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
প্যারিসে পপকর্ন বিক্রি করছেন স্কারলেট জোহানসন! নিজের দোকানে স্কারলেট জোহানসন

অভিনেত্রী স্কারলেট জোহানসন পপকর্নের দোকান খুলেছেন ফ্রান্সের প্যারিসে। তাই গত ২২ অক্টোবর এর কাউন্টারে বিক্রেতা হিসেবে তাকে পেয়েছে সাধারণ ক্রেতারা।

ওইদিনই প্যারিসের মাহে অঞ্চলে স্বামী রোমেইন ডুরিয়াকের সঙ্গে মিলে ‘ইয়াম্মি পপ’ নামের দোকানটি চালু করেন তিনি।

এদিন ‘অ্যাভেঞ্জার্স’ তারকা স্কারলেট পরেছিলেন নীল ও সাদার সম্মিলনে সাজানো অভিজাত ফরাসি টি-শার্ট। ক্রেতাদেরকে তিনি নিজের হাতে পপকর্নসহ মুখরোচক খাবার তুলে দিয়েছেন। চলচ্চিত্রপ্রেমীদের কথা মাথায় রেখেই দোকানটি দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।

এদিকে স্কারলেটের পপকর্নের দোকান খোলার খবরে ভক্তরা চমকে গেছে। এখানে আছে তার প্রিয় ট্রাফল, ইতালির পারমায় বানানো পনির ও সেজ ফ্লেভারের খাবার। এই দম্পতির আশা, এগুলো গ্রাহকদেরকে বিশ্বের ভোজনরসিক শহরে আকৃষ্ট করবে।

দোকান চালুর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্কারলেটের মুখপাত্র জানান, পপকর্নের প্রতি তার বরাবরই আলাদা ভালো লাগা আছে। প্রাথমিকভাবে স্বল্প পরিসরে দোকানটি চালু হলেও পরবর্তী সময়ে ধুমধাম আয়োজন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।