ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদেশি সিরিয়াল আমদানির বিরুদ্ধে নির্মাতাদের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিদেশি সিরিয়াল আমদানির বিরুদ্ধে নির্মাতাদের প্রতিবাদ পোস্টার: ‘সুলতান সুলেমান’, (ডানে) দৃশ্য: ‘টিপু সুলতান’

দেশের টিভি চ্যানেলগুলোতে বিদেশি টিভি সিরিজ বাংলায় ডাব করে প্রচারের প্রতিবাদ জানাতে একত্র হচ্ছে ছোটপর্দার নির্মাতারা। আগামী ১৩ নভেম্বর সকাল ১১টায় ঢাকার কারওয়ানবাজারে একুশে টেলিভিশনের সামনে এবং বিকেল ৩টায় দীপ্ত টিভির সামনে টেলিভিশনের কলাকুশলী ও সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবেন।

দীপ্ত টিভির তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এখন বেশ জনপ্রিয়। বলা যায়, চ্যানেলটিকে অল্প সময়ে পরিচিতি এনে দিয়েছে এটি। এ ধারাবাহিকতায় হয়ে একুশে টিভি, মাছরাঙা টিভি, জিটিভি ‘আলিফ লায়লা’, ‘টিপু সুলতান’সহ বিদেশি পুরনো সিরিয়াল আমদানি করছে বাংলায় ডাব করে প্রচারের জন্য।

তরুণ নির্মাতা সেতু আরিফের মতে, টেলিভিশন শিল্পের এই মুহূর্তের কর্মপরিবেশ নাজুক। এখনই অবস্থার পরিবর্তন ঘটানো উচিত। চ্যানেলগুলোর কর্তাব্যক্তিদের মেধা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরেক তরুণ নির্মাতা আবু হায়াৎ মাহমুদের মন্তব্য, বাংলা নাটককে প্রাধান্য দেওয়া জরুরি। নির্মাতা সাজ্জাদ সুমন বলেছেন, ‘আমরা নিজেদের নাটক দেখাতে পারছি না, এটা আমাদের দৈন্যতা। ’

নির্মাতা আফজাল হোসেন মুন্না বলেন, “টিভি নাটক ব্যবসায়ীরা আসলে কী চায়? তারা কি টিভি প্রযোজনায় শিল্প খোঁজেন? না। তাদের পরিচালক দরকার নেই বা যথেষ্ট জাতের টিভি নাটকও দরকার নেই। অডিও ভিজুয়ালটি ঠিকমতো ব্র্যন্ড প্রমোশন করতে পারছে কিনা সেটাই মূল লক্ষ্য থাকে। সমস্যার মুল জায়গা শিল্পের স্বাধীনতা এবং বাজেট। এ অবস্থায় ‘সুলতান সুলেমানরা’ই রাজত্ব করবে। ”

দেশের টিভি নাটকের স্বার্থে বিদেশি সিরিয়াল আমদানির বিরুদ্ধে এ আন্দোলনে সব নির্মাতার একত্র হওয়া উচিত বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।