ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লন্ডনে আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
লন্ডনে আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

সংগীত জীবনে বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে লন্ডনে আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকা।

রোববার (২৩ অক্টোবর) তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে আয়োজিত এশিয়ান কারি অ্যাওয়ার্ডসে রুনাকে আজীবন সম্মাননা জানানো হলো। পুরস্কার নেওয়ার পর রুনার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা।

পুরস্কার নেওয়ার সময় রুনার সঙ্গে ছিলেন তার দুই নাতি জাইন ও অ্যারন। খবরটি ফেসবুকে শেয়ার করে রুনার কন্যা তানি লায়লা বলেছেন, ‘আমার ঝলমলে মা আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তার দুই গর্বিত নাতিকে নিয়ে। ’

সম্প্রতি রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্যাপনের জন্য লন্ডনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতায়োজন। এর আয়োজন করে ইউকে ডক্টর শেফ লিমিটেড। সেখানেই তার কন্যা ও দুই নাতি থাকেন।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।