ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক ছবিতে তিন নতুন মুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এক ছবিতে তিন নতুন মুখ

সানিয়া জামান জারা, এলিজা জামান তারা ও সুমন- রূপালি পর্দায় একসঙ্গে অভিষেক হচ্ছে তাদের। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ ছবিতে দেখা যাবে এই তিন নতুন মুখকে।

এটি যৌথভাবে পরিচালনা করেছেন জাবেদ মিন্টু ও জাহিদ হাসান।

পরিচালক জাবেদ মিন্টু জানান, এটি মৌলিক গল্পের চলচ্চিত্র। এতে আরও অভিনয় করেছেন রিনা খান, নানা সাহা, সুব্রত ও অমিত হাসান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও আগুন।

এখন ছবিটি ডাবিং ও সম্পাদনার কাজ চলছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ মুক্তি পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।