ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণায় ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন

দেশপ্রেম নিয়ে হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা দেওয়া ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি দেওয়ার পর করণ জোহর সিদ্ধান্ত নিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সব ধরনের প্রচারণামূলক কাজ থেকে বিরত থাকবেন।

জানা গেছে, ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে যাওয়ার প্রতিশ্রুতিও ফিরিয়ে নিয়েছেন করণ জোহর।

গত বছর একসঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসর উপস্থাপনার সময় তাদের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়। তখন থেকেই নিজের অনুষ্ঠানে করণের উপস্থিতি চেয়েছেন কপিল।

কয়েক মাস আগে কপিলকে করণ কথা দিয়েছিলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা করতে ‘দ্য কপিল শর্মা শো’তে আসবেন তিনি। তখন কে জানতো উরি হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে বৈরি সম্পর্ক ছড়াবে এবং বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে।

কপিলকে কথা দিলেও নিজের পরিচালিত নতুন ছবির মুক্তির আগ পর্যন্ত সব ধরনের অনুষ্ঠান থেকে দূরে থাকতে চান করণ জোহর। তবে তার পরিবর্তে ছবিটির দুই তারকা রণবীর কাপুর ও আনুশকা শর্মাকে নিয়ে অনুষ্ঠানটিতে যাওয়ার জন্য অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে অনুরোধ করেন তিনি।

পাকিস্তানি শিল্পীরা নিষিদ্ধ হওয়ায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর অভিনেতা ফাওয়াদ খান আলোচনার বাইরে। করণ জোহরও দূরে থাকছেন। তাছাড়া নিজের উপস্থিতি সংক্ষিপ্ত হওয়ায় অ্যাশও ছবিটির কোনো প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে চাননি। তবে করণের অনুরোধ রেখেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

এদিকে ১৮তম মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির তারকা হিসেবে আলোচনায় অংশ নেন ঐশ্বরিয়া। এখানে তার সঙ্গে আনুশকার পাশাপাশি পরিচালক করণ জোহরও ছিলেন।

বাংলাদেশ সময় : ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।