ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরকে বাবা ভেবে জড়িয়ে ধরলো ঐশ্বরিয়ার মেয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
রণবীরকে বাবা ভেবে জড়িয়ে ধরলো ঐশ্বরিয়ার মেয়ে! রণবীর কাপুর, (ডানে) অভিষেক বচ্চন, আরাধ্য ও ঐশ্বরিয়া রাই বচ্চন

তারকাদের শিশুসন্তানরাও অন্য অবুঝ শিশুদের মতোই। মজার চালচলনে চারপাশ মাতিয়ে রাখে তারা।

আবার তাদের আদুরে কিছু কান্ড আনন্দ দেয় সবাইকে। এমন একটি ঘটনাই দেখা গেলো ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যর বেলায়।

করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার সহশিল্পী রণবীর কাপুরকে ভুল করে বাবা অভিষেক বচ্চন ভেবে জড়িয়ে ধরেছিলো আরাধ্য! সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ঘটনাটি জানিয়েছেন অ্যাশ।

ছবিটির কাজ চলাকালীন অভিষেক ভেবে দৌড়ে রণবীরের কোলে উঠে বসেছিলো আরাধ্য। তখন রণবীর একটি জ্যাকেট পরেছিলেন। মাথায় ছিলো টুপি। তাকে পেছন থেকে দেখতে অভিষেকের মতোই লাগছিলো। দু’জনের গালভর্তি দাড়িও একইরকম। এসব কারণে আরাধ্য বিভ্রান্ত হয়ে রণবীরকেই অভিষেক ধরে নিয়েছিলো।

৪২ বছর বয়সী ঐশ্বরিয়া রসিকতার সুরে আরও জানান, কৈশোরে রণবীরের বাবা ঋষি কাপুর বলতেই পাগল ছিলেন তিনি। আর এখন ঋষির পুত্রের প্রেমে পড়েছে তার মেয়ে!

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ প্রথমবার জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া ও রণবীর। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, ফাওয়াদ খান, শাহরুখ খানও আলিয়া ভাট। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।