ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ রেজার নির্দেশনায় সাত বছর পর সুজানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
অমিতাভ রেজার নির্দেশনায় সাত বছর পর সুজানা অমিতাভ রেজা ও সুজানা জাফর

নিজের পরিচালিত প্রথম ছবি ‘আয়নাবাজি’র সাফল্য উপভোগ করছেন নির্মাতা অমিতাভ রেজা। এর মধ্যে নতুন একটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি।

এতে মডেল হয়েছেন আরেক নির্মাতা আশফাক নিপুন আর মডেল-অভিনেত্রী সুজানা জাফর। সদ্য বিবাহিত দম্পতির চরিত্রে দেখা যাবে তাদেরকে।

গত ১৭ অক্টোবর থেকে রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে টানা দুই দিন বিজ্ঞাপনটির চিত্রায়ন হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্টরা কাজ করেছেন সাভারের বিকেএসপিতে। শিগগিরই এর প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

সয়াবিন তেলের এই বিজ্ঞাপন প্রসঙ্গে সুজানা জানান, সাত বছর পর অমিতাভ রেজার নির্দেশনায় কোনো বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। ‘সবশেষ আমরা একসঙ্গে কাজ করি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে। আর এবারই প্রথম আশফাক নিপুনের সঙ্গে কাজ করলাম। নির্মাতা হলেও তিনি দারুণ অভিনয় করেন। তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। ’

যোগ করে সুজানা বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে বললেন, ‘বিজ্ঞাপনচিত্রটি নিয়ে আমি আশাবাদী। অনেক বছর পর কোনো কাজ করে এতোটা সন্তুষ্ট হলাম। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।