ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দাম বেড়েছে সুশান্তর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
দাম বেড়েছে সুশান্তর সুশান্ত সিং রাজপুত

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে লাভজনক ছবি সালমান খানের ‘সুলতান’। এই জায়গাটি দখলের পথে ধীরে ধীরে এগোচ্ছে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় আছেন ফলে সুশান্ত সিং রাজপুত। সাফল্যের টাট্টুঘোড়ায় চড়ে তিনি এখন উড়ছেন!

জানা গেছে, নিজের আগামী ছবিগুলোতে কাজ করার জন্য বেশি পারিশ্রমিকের হাঁকছেন সুশান্ত। তিনি এখন ছবিপ্রতি সাড়ে তিন কোটি থেকে চার কোটি রুপি পারিশ্রমিক চাইছেন। অঙ্কটা আগের তুলনায় দ্বিগুণ। এ কারণে নাখোশ হয়েছেন বলিউডের কয়েকজন প্রযোজক।

নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সিইও মন্তব্য করেন, নিজের ছবির আয় ২০০ কোটি রুপির দিকে গেলে অভিনয়শিল্পীদের বেশি পারিশ্রমিক চাওয়া স্বাভাবিক ব্যাপার। তিনি বলেন, ‘তবে এখানে সমস্যা হলো, সুশান্ত মনে করছেন ছবিটি তার জন্যই হিট হয়েছে, এমএস ধোনির জন্য নয়!’

নীরাজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এখন পর্যন্ত শুধু ভারতেই এর আয় হয়েছে ১২৭ কোটি ১২ লাখ রুপি। অন্যান্য দেশের আয় মিলিয়ে অঙ্কটা ছাড়িয়েছে ২০০ কোটি রুপির ঘর।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।