ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হিলারিকে সমর্থন জানিয়ে ভোগের নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
হিলারিকে সমর্থন জানিয়ে ভোগের নতুন ইতিহাস হিলারি ক্লিনটন

আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর প্রাক্কালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানালো ফ্যাশন ম্যাগাজিন ভোগ।

আগামী ৮ নভেম্বর ভোটের লড়াইয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন এই ডেমোক্রেটিক প্রার্থী।

ম্যাগাজিনটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘রাজনৈতিক কোনো ব্যক্তিকে সমর্থন জানানোর ইতিহাস ভোগের নেই। তবে আমরা মনে করি, পরিবর্তন আসা উচিত। কর্মস্থলে নারীদের কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা হিলারি জানেন। তার বুদ্ধিমত্তা এবং নীতি ও অবস্থানের ক্ষেত্রে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট, দৃঢ় ও আশাব্যঞ্জক। ’

তবে নির্বাচনের মৌসুমে মাঝে মধ্যে বিশৃঙ্খলা ও নানাবিধ অনিশ্চয়তার সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। এর আগে ছয়বার হিলারির প্রোফাইল প্রকাশিত হয়েছে এ ম্যাগাজিনে। ১৯৮৮ সাল থেকে ভোগের এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন আনা উইনট্যুুর।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।