ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডালাস ও নিউইয়র্কে প্রশংসিত ‘পৌষ মাসের পিরিত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ডালাস ও নিউইয়র্কে প্রশংসিত ‘পৌষ মাসের পিরিত’ টনি ডায়েস ও নারগিস আক্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ডালাসে নারগিস আক্তার পরিচালিত ‘পৌষ মাসের পিরিত’ ছবির প্রিমিয়ার হলো জমকালো আয়োজনে। দুটি প্রদর্শনীতেই পরিচালকের সঙ্গে অংশ নেন এর অভিনেতা টনি ডায়েস।

 

গত ৯ অক্টোবর নিউইয়র্কে কুইন্সের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে ড্রামা সার্কেল ছবিটির প্রিমিয়ারের আয়োজন করে। এর আগে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এখানে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রোববার (১৬ অক্টোবর) শিকাগো বায়োস্কোপ ও বাংলা গ্রুপের আয়োজনে ডালাসে রিচার্ডসন শহরের ফান এশিয়া থিয়েটারে হয়েছে এ ছবির আরেকটি প্রিমিয়ার।

গত ২ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় ‘পৌষ মাসের পিরিত’। এতে টনি ডায়েসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি ও প্রিয়াঙ্কা বসাক। ফরিদপুরের মানুষ নরেন্দ্রনাথ মিত্রর ‘রস’ গল্প অবলম্বনে গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। এর চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। গানগুলো সুর করেছেন আলাউদ্দিন আলী।

অভিনেতা টনি ডায়েস সাত বছর ধরে আমেরিকা প্রবাসী। নিউইয়র্ক ও ডালাসের প্রদর্শনীতে দর্শকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বসিত হয়ে তিনি বাংলানিউজকে বলেন, ‘দুটি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়েছে। এটা আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক। প্রদর্শনী শেষে দর্শকরা ছবিটির প্রশংসা করেছেন। এটা বেশ আনন্দের। ’

টনি ডায়েস এর আগে নার্গিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ ছবিতে অভিনয় করেন। এতেও তার বিপরীতে ছিলেন পপি। আগামী বছরের শুরুর দিকে ঢাকায় ফিরবেন বলেও জানান টনি।

আরও পড়ুন>>>
* ‘পৌষ মাসের পিরিত’ নিয়ে ফিরছেন টনি ডায়েস

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।