ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির অতিথি আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির অতিথি আলিয়া আলিয়া ভাট

করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তাকে দেখা যাবে ডিজিটাল জকির (ডিজে) ভূমিকায়।

এ অভিজ্ঞতা দারুণ বলে জানিয়েছেন তিনি।

চার বছর আগে করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ (বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা) ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। তার সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার কাজ করলেন তিনি।

নিজের নতুন চরিত্র প্রসঙ্গে এই ‘উড়তা পাঞ্জাব’ তারকা বলেছেন, ‘আশা করছি, ডিজে হিসেবে পর্দায় আমাকে দেখতে ভালো লাগবে। করণের পরিচালনায় আবার কাজ করতে পারা দারুণ ব্যাপার। সত্যিই ভালো লেগেছে। ’

রোববার (১৬ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে ফিল্মফেয়ার গ্লামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ করে আলিয়া বলেন, ‘আমার স্বল্প উপস্থিতির চরিত্রটি দেখুন। খুবই ভালো লাগবে। ’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে প্রধান তিনটি চরিত্রে। বিশেষ চরিত্রে আছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। অতিথি শিল্পী হিসেবে আরও রয়েছেন শাহরুখ খান।

বলিউডের কেতাদুরস্ত তারকাদের মধ্যে আলিয়াকে ধরা হয় অন্যতম। তিনি মনে করেন অমিতাভ বচ্চন ও কঙ্গনা রনৌত এগিয়ে আছেন ফ্যাশনে। তার কথায়, ‘জনাব বচ্চনকে খুব চাকচিক্যময় মনে হয় আমার। তিনি খুবই অভিজাত ব্যক্তিত্ব। কঙ্গনা রনৌতও খুব মুগ্ধকর। ’

এদিকে আলিয়ার হাতে এখন আছে গৌরি শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ (শাহরুখ খান) ও ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ (বরুণ ধাওয়ান)।

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।